জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত টেবিল টেনিস প্রতিযোগিতার দ্বৈতে চ্যাম্পিয়ন হন সিনিয়র সদস্য মো: আনোয়ার হোসেন ও দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাফর ইকবাল জুটি। এতে রানার্স আপ হন বাসস’র সাবেক স্পোর্টস রিপোর্টার সৈয়দ মামুন ও চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি তারিকুল ইসলাম মাসুম।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে দুইদিনব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতা শেষ হয়। দ্বিতীয় দিন দ্বেতের ফাইনাল খেলায় আনোয়ার হোসেন ও জাফর ইকবাল জুটি ১১-৭ এবং ১১-৪ পয়েন্ট নিয়ে সরাসরি সৈয়দ মামুন ও তারিকুল ইসলাম মাসুম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

এর আগে গত ১৪ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত টেবিল টেনিস এককে সৈয়দ মামুন চ্যঅম্পিয়ন ও দৈনিক সংগ্রামের জাফর ইকবাল রানার্সআপ হন। এককে তৃতীয় হন মাহবুব রেজা।

টেবিল টেনিস প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও স্পোর্টস উপ কমিটির আহবায়ক শাহনাজ বেগম পলি, নির্বাহী সদস্য মোহাম্মদ মোমিন। খেলা পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য আনোয়ার হোসেন। টেবিল টেনিস প্রতেযোগিতায় বিচারকের দায়িত্ব পালন কারেন সাবেক জাতীয় দলের টিটি খেলোয়াড় মো: তুহিন।