৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা প্রতিযোগিতার মূল পর্বের আকর্ষণীয় খেলা সোমবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। প্রত্যাশা অনুযায়ী প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন বাংলাদেশের তরুণ তারকা জারিফ আবরার। অন্যদিকে, বালিকা এককে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন সুমাইয়া আক্তার ও হালিমা জাহান। মাত্র কয়েক দিন আগেই রাজশাহী ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন জারিফ। সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রেখে তিনি এদিন বালক এককের প্রথম রাউন্ডে থাইল্যান্ডের পানাওয়াতকে ৬-৩, ৬-২ গেমে সহজে হারিয়েছেন। জারিফ এই টুর্নামেন্টেও ভালো কিছু করার প্রত্যাশা করছেন।
টেনিস
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টেনিসে জারিফের শুভ সূচনা
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা প্রতিযোগিতার মূল পর্বের আকর্ষণীয় খেলা সোমবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। প্রত্যাশা অনুযায়ী প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন বাংলাদেশের