আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও শ্রীলংকা টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ২৬ হতে ৩০ মে ২০২৫ পর্যন্ত শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত হবে ’এটিএফ অনূর্ধ্ব-১২ দলগত টেনিসের রিজিওনাল কোয়ালিফাইং ইভেন্টের দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বাংলাদেশ, ভূটান, ভারত, মালদ্বীন, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার অনূর্ধ্ব ১২ বছরের বালক/বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শনিবার বাংলাদেশ দল শ্রীংকার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রতিযোগিতা শেষে আগামী ১ জুন বাংলাদেশ দল দেশে প্রত্যাবর্তন করবে বলে জানিয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। বাংলাদেশ দলের সদস্যরা হলেন : মো. জোবায়ের ইসলাম (বিকেএসপি),আল রাফি (বিকেএসপি),সৌরভ হোসেন ফাহিম - (জাতীয় টেনিস কমপ্লেক্স) ও ক্যাপ্টেন : শ্রী স্বপন কুমার মিত্র