অস্ট্রেলিয়ান ওপেনে আবারও অঘটনের শিকার হতে পারতেন নোভাক জোকোভিচ। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে লরেঞ্জো মুসেত্তির আধিপত্যে চাপা পড়তে যাচ্ছিল তার ২৫তম গ্র্যান্ড স্লাম স্বপ্ন। কিন্তু ভাগ্যের ছোয়ায় দুই সেটের খেলায় দুটিতে হেরেও সেমিফাইনালে সার্ব তারকা। দাপট দেখিয়ে মুসেত্তি ৬-৪, ৬-৩ গেমে লিড নেন। ২-০ তে পিছিয়ে ছিলেন জোকোভিচ। দশবারের চ্যাম্পিয়নের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পথে ছিলেন মুসেত্তি। কিন্তু ২৩ বছর বয়ষী ইতালিয়ানকে তার শরীর এগোতে দিলো না। ঊরু ও কুঁচকির ইনজুরিতে তৃতীয় সেটের খেলা শেষ করতে পারেননি তিনি। ওই সেটে ১-৩ এ পিছিয়ে থাকতেই ম্যাচ থেকে সরে দাঁড়ান। মেলবোর্নে ১৩তম সেমিফাইনালের টিকিট পাওয়ার আনন্দে মাতেন জোকোভিচ। সার্ব তারকার ভাগ্য ভালো বলা চলে। টানা দুটি ম্যাচে কোনো সেট না জিতেও সেমিফাইনালে জোকোভিচ। ৩৮ বছর বয়সী তারকা আগের ম্যাচেও প্রতিপক্ষের অবসরের কারণে শেষ আট নিশ্চিত করেন। এনিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে একক ইভেন্টে সবচেয়ে বেশি ১০৩তম জয়ে রজার ফেদেরারকে টপকে গেলেন জোকোভিচ। সেমিফাইনালে তার প্রতিপক্ষ ইয়ানিক সিনার বা বেন শিল্টন।
টেনিস
দুটিতে হেরেও সেমিফাইনালে জোকোভিচ
অস্ট্রেলিয়ান ওপেনে আবারও অঘটনের শিকার হতে পারতেন নোভাক জোকোভিচ। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে লরেঞ্জো মুসেত্তির
Printed Edition