সাংবাদিকদের সবচেয়ে মর্যাদাবান সংগঠন জাতীয় প্রেসক্লাবের টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাসস এর সৈয়দ মামুন এবং রানার্সআপ হয়েছেন দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাফর ইকবাল। সংগঠনের ৭১তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশত প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও স্পোর্টস পরিচলনা কমিটির আহবায়ক শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন। খেলা পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য আনোয়ার হোসেন। টেবিল টেনিস প্রতেযোগিতায় বিচারকের দায়িত্ব পালন কারেন সাবেক জাতীয় দলের টিটি চ্যাম্পিয়ন মো: তুহিন।