দুই মাসের জন্য থাইল্যান্ডের কোচ পাস্সারা পাত্তারাথোর্নকে নিয়োগ দিতে যাচ্ছে টেবিল টেনিস ফেডারেশন। ২৬ বছর বয়সী পাস্সারা অবশ্য এখনো খেলা ছাড়েননি। এর পাশাপাশি কোচিংও চালিয়ে যাচ্ছেন। তাঁর ছাত্ররা বেশ সুনাম কুড়াচ্ছেন। ৮ বছর বয়স থেকে টেবিল টেনিস খেলা শুরু করেন তিনি।

থাইল্যান্ডের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ৮ বছর। ২০১৬ ও ২০২১ সালে জিতেছেন থাইল্যান্ড চ্যাম্পিয়নশিপ। ২০২১ সালে ভিয়েতনামে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসের দলীয় ইভেন্টে সোনা জেতেন তিনি।