আগে থেকেই ভারত ও পাকিস্তানের বৈরি অবস্থা। সাম্প্রতিক সময়ে পেহেলগাম হত্যাকান্ড ও অপারেশন সিঁদুরের পর সেই তিক্ততা আরও বেড়েছে। আসন্ন হকির এশিয়া কাপ এবং জুনিয়র বিশ্বকাপের আয়োজক ভারত। পাকিস্তানবিরোধী অবস্থানের কারণে সেই টুর্নামেন্টে পাকিস্তানের খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে হকি ফেডারেশনর কড়া অবস্থানের কারণে অবস্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে ভারত। দুই প্রতিযোগিতায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় আন্তর্জাতিক হকি সংস্থার (এফআইএইচ) দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। এরপরই এফআইএইচ কর্মকর্তারা চাপ দিয়েছিলেন হকি ইন্ডিয়ার ওপর। তবে ভারতের হকি ফেডারেশনের কিছু করার ছিল না। তাই, তাদের তাকিয়ে থাকতে হয় ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে। এবার, মন্ত্রণালয়েরও সবুজ সংকেত এসেছে। আগামী অগস্টে রাজগীরে হবে এশিয়া কাপ হকি। সেপ্টেম্বরে চেন্নাইয়ে হবে জুনিয়র বিশ্বকাপ হকি। আন্তর্জাতিক হকি সংস্থার নিংয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট সব দেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব আয়োজকদের।
টেনিস
হকির এশিয়া কাপ ও জুনিয়র বিশ্বকাপ
বাধ্য হয়ে পাকিস্তানকে খেলার সুযোগ দেবে ভারত
আগে থেকেই ভারত ও পাকিস্তানের বৈরি অবস্থা। সাম্প্রতিক সময়ে পেহেলগাম হত্যাকান্ড ও অপারেশন সিঁদুরের পর সেই তিক্ততা আরও বেড়েছে। আসন্ন হকির এশিয়া কাপ এবং জুনিয়র বিশ্বকাপের আয়োজক ভারত।