সৌদি আরবের রাজধানী রিয়াদে ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে মিশ্র দ্বৈতের ফাইনালে উঠে মো. জাভেদ আহমেদ-খই খই সাই মারমা জুটি বাংলাদেশকে রৌপ্য পদক এনে দেন। সেমিফাইনালে তারা বাহারাইনকে ৩-১ সেটে হারিয়ে দিয়েছিলেন।যদিও ফাইনালে তুরস্কের কাছে হেরে গিয়ে স্বর্ণপদক জেতা হয়নি। রুপার পদক জিতে আজ বিকালে খই খই সাই মারমা দেশে ফেরেন। মিশ্র দ্বৈতের অপর সদস্য মো. জাবেদ আহমেদ ওমরাহ শেষে দেশে প্রত্যাবর্তন করবেন।খই খইকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর সুমন। অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।