শ্রীলংকায় অনুষ্ঠিত এটিএফ অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিতা পঞ্চম স্থান পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও শ্রীলংকা টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ২৬-৩০ মে পর্যন্ত কলম্বোতে অনুষ্ঠিত হয়েছে ‘ রিজিওনাল কোয়ালিফাইং ইভেন্ট এর দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভূটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা অংশগ্রহণ করেছে। বাংলাদেশ দলের খেলোয়াড়গণ হলেন : মো: জোবায়ের ইসলাম - (বিকেএসপি), আল রাফি-(বিকেএসপি) ও সৌরভ হোসেন ফাহিম (জাতীয় টেনিস কমপ্লেক্স) এবং ক্যাপ্টেন হিসেবে : শ্রী স্বপন কুমার মিত্র দলের সঙ্গে শ্রীলংকা ভ্রমণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশ দল গ্রুপ-’বি’ তে নেপাল, মালদ্বীপ ও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রথম খেলায় বাংলাদেশ দল নেপালের বিরুদ্ধে ০-৩ ম্যাচে পরাজিত হয়। প্রথম এককের খেলায় বাংলাদেশের সৌরভ ফাহিম ২-৬, ৬-৪, ৬-১ গেমে নেপালের আরিয়াস পাওদেল এর নিকট এবং দ্বিতীয় এককের খেলায় মো: জোবায়ের ইসলাম ৪-৬, ৩-৬ গেমে নেপালের বিশ্ব দালাকোটি এর নিকট পরাজিত হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশের আল রাফি ও সৌরভ ফাহিম ২-৬, ৪-৬ গেমে নেপালের আরিথ মালা ও বিশ্ব দালাকোটি এর নিকট পরাজিত হয়। দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশ দল ০-৩ ম্যাচে পাকিস্তানের নিকট পরাজিত হয়।
টেনিস
বাংলাদেশ অনূর্ধ্ব-১২ টেনিস দল দেশে ফিরেছে
শ্রীলংকায় অনুষ্ঠিত এটিএফ অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিতা পঞ্চম স্থান পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও শ্রীলংকা টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ২৬-৩০ মে পর্যন্ত কলম্বোতে