জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছিল যুব দল। আজ সোমবার (২৮ জুলাই) জিম্বাবুয়েকে হারিয়ে দ্বিতীয় জয়ের স্বাদ পেল লাল-সবুজের দল। ৯১ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ।
জাওয়াদ আবরার ও মোহাম্মদ আবদুল্লাহর ফিফটিতে ৮ উইকেটে ২৭৪ রান করে বাংলাদেশ। হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার। ৬৩ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন আবরার। আরেক ওপেনার রিফাত বেগ করেন ৩১।
মিডল অর্ডার ব্যাটাররা তেমন একটা সিবিধা করে ওঠতে পারেননি। তবে মোহাম্মদ আব্দুল্লাহ ৬৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন, তাতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৪ রান করে বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে শুরুটা ভালোই করেছিল। ওপেনার নাথানিয়েল লাবানগানা পান ফিফটির দেখা। তবে ৫৩ রান করেই আউট হন তিনি। এরপর আর দলটির কেউই হাল ধরতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ১৮৩ রানেই আউট হন জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ টি উইকেট নেন সামিউন বাশির।