গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে ভাইরাল জ্বরের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি দলের অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

তবে সুখবর হলো—কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে পাচ্ছে বাংলাদেশ দল। ইতোমধ্যে জ্বর পুরোপুরি সেরে উঠেছেন মিরাজ এবং বৃহস্পতিবার তিনি গলে এককভাবে অনুশীলন করেছেন।

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, “মিরাজ এখন অনেকটাই সুস্থ। সে মাঠেও এসেছে এবং দলের সঙ্গে ধীরে ধীরে অনুশীলন শুরু করেছে।”

প্রথম টেস্ট চলাকালীন তাকে গলের ড্রেসিংরুমে দেখা গেলেও সতর্কতামূলক কারণে তাকে দলের অন্যান্য খেলোয়াড়দের থেকে আলাদা রাখা হয়েছিল, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।

মিরাজের অনুপস্থিতিতে প্রথম টেস্টে একাদশে সুযোগ পান ওপেনার এনামুল হক বিজয়, যিনি প্রথম ইনিংসেই শূন্য রানে আউট হন। দ্বিতীয় টেস্টে দলের ভারসাম্য এবং কন্ডিশন বিবেচনায় বিজয় একাদশের বাইরে যেতে পারেন। মিরাজকে একাদশে নেওয়া হলে, স্পিনার নাঈম হাসানকেও বিশ্রামে রাখা হতে পারে বলে আভাস মিলেছে।

কলম্বো টেস্টে স্পিন আক্রমণে মিরাজের অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য হতে পারে বড় শক্তি, বিশেষ করে প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করতে।