গল টেস্টের পঞ্চম দিনে বড় লিডের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। ১৮৭ রানের লিড নিয়ে মাঠে নামে টাইগাররা, হাতে ছিল ৩ উইকেট।
শান্ত ও মুশফিকের ব্যাটে আরও ১৯ রান যোগ হওয়ায় দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৯৬ রান। এতে লিড ছাড়িয়ে গেছে ২০০ রান। শান্ত ৬৬ ও মুশফিক খেলছেন ৩১ রানে।
ম্যাচের পরিস্থিতি এমন যে, এখান থেকে যে কোনো ফল সম্ভব। জয়, ড্র কিংবা পরাজয়—তিন পথই খোলা আছে বাংলাদেশের সামনে। জিততে হলে স্কোরবোর্ডে বড় পুঁজি তুলে লঙ্কান ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে হবে। ড্র করার জন্যও প্রয়োজন নিরাপদ লিড, যাতে শেষ দিনে পুরো সময়টা পার করা যায়।
তবে বাংলাদেশের ব্যাটিং যদি হঠাৎ ধসে পড়ে, তাহলে সুযোগ নিতে পারে স্বাগতিক শ্রীলঙ্কা। সেক্ষেত্রে চতুর্থ ইনিংসে ওয়ানডে স্টাইলে খেলে জয় ছিনিয়ে নেওয়ার কৌশল নিতে পারে তারা।
ম্যাচের শেষ দিনে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।