বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া,শোকার্ত ক্রীড়াঙ্গণের তারকারা। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে),বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সাঁতার,হকি,উশু সহ অন্য ফেডারেশনগুলো এবং দেশের তারকা ক্রিড়াবিদ ও সংগঠক,ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ শোক প্রকাশ করেছে।সকল খেলার কার্যক্রম ও স্থগিত করেছে সংশিষ্ট ফেডারেশন ও সংস্থাগুলো। খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের দুটি ম্যাচ,প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলা ও ক্রিকেটারদের সংগঠন (কোয়াব) এর পূর্ব নির্ধারিত মানববন্ধন স্থগিত করা হয়েছে।
এক শোকবার্তায় বিসিবি লিখেছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। তার সময়ে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ক্রিকেটটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ক্রিকেট আজ এই পর্যায়ে আসায় তাঁর অবদান অনেক। জাতির এমন দুঃসময়ে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছি ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি ঘরোয়া ফুটবলের খেলা স্থগিত রেখেছে। বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন প্রভাবশালী নেত্রী হিসেবে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তার রাজনৈতিক জীবন ও ভূমিকা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি যে সংগ্রাম ও নেতৃত্ব দিয়েছেন, তা বহু মানুষের মনে অম্লান হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি।এরই মধ্যে আজকের (মঙ্গলবার) নির্ধারিত ফেডারেশন কাপের ম্যাচগুলো স্থগিত করেছে বাফুফে। এছাড়া নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটিও স্থ’গিত হয়েছ্।েএছাড়া কমলাপুর স্টেডিয়ামে হয়নি নারী ফুটবল লিগে খেলাগুলো। লিগের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশ আনসার ও ভিডিপি-সদ্য পুস্করিনী যুব স্পোর্টিং, কাছারিপাড়া-সিরাজ স্মৃতি সংঘ, ঢাকা রেঞ্জার্স-ফরাশগঞ্জ। এখন বাফুফে পরে এই ম্যাচগুলোর নতুন সূচি প্রকাশ করবে বলে জানিয়েছে। ঢাকা মহানগর ক্রিকেট কমিটির (সিসিডিএম) পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মোট নয়টি ম্যাচ স্থগিত করা হয়েছে। এসব ম্যাচের নতুন সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। জাতীয় শোকের এই সময়ে প্রয়াত নেত্রীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সিসিডিএম দেশবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
এদিকে খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান ও সাকিব আল হাসান,মাশরাফি বিন মোর্তুজা,উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের মতো সাবেক ওপেনাররা। নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে তামিম লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতুত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’ শোক প্রকাশ করে মুশফিকুর রহিম লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ’ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তা’লা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্ছ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’ সাবেক ক্রিকেটার ইমরুল লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’ সাকিব আল হাসান শোকবার্তা প্রকাশের পাশাপাশি স্মরণ করলেন সাবেক এই প্রধানমন্ত্রীর অবদানের কথাও। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে সাকিব লেখেন, ‘তিনি (খালেদা জিয়া) দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’ ফেসবুকে দেয়া পোস্টে সাবেক অধিনায়ক মাশরাফি লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তার শোক সন্তপ্ত পরিবার, তার স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’ খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে মাশরাফি বলেন, ‘রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।’