ক্যারিয়ারের শুরু থেকেই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চুলের অভিনব স্টাইল দিয়েও আলোচনায় থেকেছেন নেইমার। শৈল্পিক ফুটবল যেমন ভক্তদের মুগ্ধ করেছে, তেমনি তার হেয়ারস্টাইলও বারবার খবরের শিরোনাম হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
মঙ্গলবার (৫ আগস্ট) ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে মাঠে নামেন এই তারকা ফরোয়ার্ড। ম্যাচে করেন জোড়া গোল— প্রায় দুই বছর পর এক ম্যাচে দুইবার জালের দেখা পেলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত মজা করে লিখেছেন, ‘নীল চুলে নেইমারের ভাগ্য ফিরে এসেছে।’ এদিন তাকে দেখা যায় ‘বক্স ব্রেডস’ স্টাইলে— গুচ্ছ গুচ্ছ বিনুনি চুলের ডগায় নীল রঙের পুঁতি বাঁধা। মিলিয়ে পরেছিলেন সান্তোসের নীল জার্সি।
মোরাম্বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সান্তোস জয় পায় ৩-১ ব্যবধানে। ৩৭ মিনিটে নেইমারের প্রথম গোলের পর ৪০ মিনিটে আলভারো বারেয়াল ব্যবধান বাড়ান। তবে বিরতির আগ মুহূর্তে উইলকাম অ্যাঞ্জেলের গোলে ব্যবধান কমায় জুভেন্তুদে।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ৮০ মিনিটে পেনাল্টি পায় সান্তোস, যা নিখুঁতভাবে রূপান্তর করেন অধিনায়ক নেইমার।