১০ জনের দল নিয়েও ক্লাব বিশ্বকাপে চমৎকার জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের শার্লটে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
প্রথমার্ধে জুড বেলিংহাম ও আরদা গুলেরের দুর্দান্ত দুটি গোল এবং দ্বিতীয়ার্ধে ফেদেরিকো ভালভার্দের নিখুঁত ভলিতে জয় নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
তবে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় রিয়াল। মাত্র ৭ মিনিটেই রাউল আসেনসিও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। গোলরক্ষক থিবো কুর্তোয়ার দুর্দান্ত পারফরম্যান্সে রক্ষণ সামলে রেখে আক্রমণে ঝাঁপায় ‘লস ব্লাঙ্কোস’।
৩৫তম মিনিটে ফ্রান গার্সিয়ার নিচু কাট-ব্যাক থেকে বেলিংহামের নিখুঁত ফিনিশে এগিয়ে যায় রিয়াল। এরপর ৪৩তম মিনিটে গনসালো গার্সিয়ার স্কয়ার পাস থেকে আরদা গুলের ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাচুকা। তারা ২৫টি শট নেয়, যার ১১টি ছিল লক্ষ্যে। তবে কুর্তোয়া ১০টি দুর্দান্ত সেভ করে রিয়ালকে বাঁচিয়ে রাখেন।
৭০ মিনিটে ভালভার্দে গোল করে জয় নিশ্চিত করেন। যদিও ৮০ মিনিটে পাচুকা ইলিয়াস মন্তিয়েলের একটি ডিফ্লেকটেড শটে একটি সান্ত্বনার গোল আদায় করে নেয়।
এই জয়ে ‘এইচ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। পরবর্তী ম্যাচে আরবি সালজবুর্গের বিপক্ষে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হবে। অপরদিকে, টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে পাচুকা।
উল্লেখ্য, ম্যাচটি অনুষ্ঠিত হয় এনএফএল দল ক্যারোলিনা প্যান্থার্সের ঘরের মাঠে বসানো অস্থায়ী ঘাসের উপর। প্রচণ্ড গরমে প্রতি অর্ধে পানির বিরতিও রাখা হয়েছিল।