আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানের তিন শহরে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা। আর মাত্র মাস চারেক সময় থাকলেও এখনো গেমসের তেমন কোনো আনুষ্ঠানিকতাই শুরু করেনি আয়োজক পাকিস্তান। তাই নির্ধারিত সময়ে গেমস আয়োজন নিয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন রয়েছে শঙ্কায়।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এক মাস আগে পাকিস্তান অলিম্পিক এসোসিয়েশনকে গেমস সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছিল। সেই চিঠির এখনো কোনো উত্তর পায়নি। তাই বুধবার বিওএ নির্বাহী সভায় সিদ্ধান্ত হয়েছে পাকিস্তান থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না পেলে আগামী মাসের মাঝামাঝি গেমসের জন্য প্রশিক্ষণ চলমান থাকবে না বন্ধ হবে এ নিয়ে সিদ্ধান্ত হবে।
এসএ গেমস উপলক্ষে সাঁতার, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, বক্সিং, বিদেশি কোচ এনেছে। হ্যান্ডবল দুই মাসের বেশি সময় পূর্ণাঙ্গ ক্যাম্প করছে। এসএ গেমসের জন্য প্রস্তুতির জন্য ইতোমধ্যে অনেক অর্থ ব্যয় হয়েছে। সহসাই বিওএতে এসএ গেমসের শেফ দ্য মিশন ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। আদৌ গেমস না হলে এই ব্যয় আর দীর্ঘায়িত না করার পক্ষেই অনেকে।
আগামী বছর সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়া শহরে এশিয়ান গেমস। বিওএ’র এই সভায় এশিয়ান গেমসের ডিসিপ্লিন সংখ্যা চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে ডিসিপ্লিন ঠিক করার বিষয়ে সিদ্ধান্ত এসেছে। আগামী বছর চীনের সানিয়া শহরে ষষ্ঠ বিচ গেমসে বাংলাদেশের ৬ ডিসিপ্লিনের ১৯ জন খেলোয়াড় প্রেরণের সিদ্ধান্ত হয়। চলতি বছর অক্টোবরে এশিয়ান ইয়ুথ গেমস এবং নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস অনুষ্ঠিত হবে। দুই গেমসের প্রশিক্ষণ কার্যক্রম আরো জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিশেষ নির্দেশনা প্রদান করেন। ৩য় এশিয়ান ইয়ুথ গেমসের প্রশিক্ষণ ব্যয় নির্বাহের জন্য বিওএ হতে সংশ্লিষ্ট ফেডারেশনসমূহকে অর্থ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন বাংলাদেশ গেমস আয়োজন করে। আগামী বছর সেই গেমস আয়োজনের পরিকল্পনা অলিম্পিকের। তবে সেটা সরকারের অনুমোদন সাপেক্ষে আগামী বছর নভেম্বর/ডিসেম্বরে করতে চায় বিওএ।এ সভায় অন্যতম আলোচ্যসূচি ছিল বিওএ নির্বাচন। বিওএ বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ চলতি বছর ডিসেম্বর পর্যন্ত। বিওএ’র সর্বশেষ বার্ষিক সাধারণ সভায় নভেম্বরে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। নির্বাহী সভার আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ আগামী মাসে বিশেষ সাধারণ সভার মাধ্যমে হবে। ঐ সভায় বিওএ প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদনের জন্য উত্থাপন হবে। গত বছর জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ খেলার সময় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন। জিয়ার পরিবারকে দুই দফা আর্থিক সহায়তা প্রদান করেছিল বিওএ। এ সভায় জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্যকে চাকুরির ব্যবস্থা করে দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।