ব্রিজটাউনে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচটি তৃতীয় দিনে শেষ হয়ে গেল। তিন দিনেই শেষ হওয়া এই ম্যাচে ১৫৯ রানে বিধ্বস্ত করে ক্যারিবিয়ানদের অস্ট্রেলিয়া নিশ্চিত জয়ের স্বাদ পেয়েছে।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৮০ রান সংগ্রহ করার পর ওয়েস্ট ইন্ডিজ থামে ১৯০ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের সামনে ৩০১ রানের বড় লক্ষ্য দাঁড়ায়।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ হিমশিম খায় জশ হ্যাজলউডের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে। মাত্র ১৪১ রানে পুরো দল অলআউট হয়। দলের সর্বোচ্চ স্কোর হয় সামার জোসেফের ৪৪ রান, অপরাজিত থাকেন জাস্টিন গ্রিভস ৩৮ রানে এবং জন ক্যাম্পবেল আনে ২৩ রান। অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজলউড পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার হন।
অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে দিয়েছে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং। ৩১০ রানের সংগ্রহের পেছনে দাঁড়িয়ে ছিলেন অ্যালেক্স ক্যারি (৬৫), বিউ ওয়েবস্টার (৬৩) ও ট্রাভিস হেড (৬১)। হেড ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। প্রথম ইনিংসেও তিনি ৫৯ রান করে দলের অবদান রাখেন।
অস্ট্রেলিয়ার ধারাবাহিক শক্তিশালী পারফরম্যান্সের ফলে ওয়েস্ট ইন্ডিজ দল বড় হার স্বীকার করেছে। আগামী ম্যাচগুলোতে ওয়েস্ট ইন্ডিজের জন্য পারফরম্যান্সে উন্নতি নিয়ে আসাই এখন বড় চ্যালেঞ্জ।