টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজার টেকনাফের হ্নীলায় শ্বশুর বাড়ি থেকে লুলুয়ার মারজান হিরা (১৭) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির পূর্ব সিকদারপাড়ার মাস্টার মীর কাশেমের মেয়ে। সম্প্রতি উপজেলার হ্নীলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রোজারঘোনা এলাকার শ্বশুর বাড়ি থেকে নিহত গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিন।
নিহতের পরিবারের অভিযোগ, যৌতুক দিতে অস্বীকৃতি জানানোয় স্বামী ও তার পরিবারের লোকজনের নির্যাতনে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। হত্যার পর স্বামীর পরিবারের লোকজন বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে জানান নিহতের পরিবার।
নিহতের মেঝোবোন আফরোজা আক্তার বলেন, স্বামীসহ শ্বশুর বাড়ি লোকজন মিলে বিভিন্ন ধরনের নিযাতন ও মারধর করে মারজানকে হত্যা করেছে। এখন তারা বাঁচার জন্য আত্মহত্যা করেছে বলে গুজব ছড়াচ্ছে । এ ঘটনায় মামলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় হযরত আলী নামে এক বৃদ্ধের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকালের দিকে উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসূতা (দক্ষিণ পাড়া) গ্রামের শেখবাড়ী সংলগ্ন ওই মারামারির ঘটনা ঘটে। আহতরা হলো তাঁতীসূতা (দক্ষিন পাড়া) গ্রামের মৃত হাবিজ উদ্দিনের ছেলে হযরত আলী (৬৫)। এ ঘটনায় তাঁর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যপক্ষের আহতরা হলেন, একই গ্রামের মৃত রাম দুলাল বিশ্বাসের ছেলে পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস (৫২), তার বড় ভাই অমূল্য চন্দ্র বিশ্বাস (৬২) এবং তার মেয়ে কলেজ শিক্ষার্থী সঙ্গীতা বিশ্বাস (১৭)। তারা গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস টাঙ্গাইলের নাগরপুর থানায় কর্মরত।
ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে ধর্ষণের শালিসের আতœসাৎকৃত টাকা এখনো ফেরত দেয়নি গ্রাম্য মাতাব্বরা। জানা গেছে, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম বাজারে সম্প্রতি ১ মাস আগে ডা: রজ্জব আলীর বাড়িতে ধর্ষনের শিকার হয় দুনিগ্রামের সুলতানা নামে এক গৃহবধূ। এই ধর্ষনকে পুঁজি করে নবগাম বাজার বনিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন, স্থানীয় আওয়ামিলীগ নেতা আব্দুল খালেক , বাগজার গ্রামের রং মিস্ত্রী ছানোয়ার হোসেন, নবগ্রামের গরুর বেপারী আওয়ামিলীগ নেতা সুলাইমান ও কুশুরা ইউনিয়ন পরিষদের মেম্বার শাহীনের নেতৃত্বে ধর্ষক জাহাঙ্গীর কে ২ লাখ টাকা গ্রাম্য শালিসে জরিমানা করেন । এ দিকে মাতাব্বরা ধর্ষিতাকে ৮০ হাজার টাকা দিয়ে অবশিষ্ট ১ লাখ ২০ হাজার টাকা তাদের পকেটে ভরে ।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত ৩ ৫ জন আহত হয়েছে। জানা গেছে, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের নদীর চরের কিছু আবাদি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধে জের ধরে আজ বুধবার সকাল ১০টায় দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে এতে আব্দুল মজিদ (৬৫), আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০), আলমগীর হোসেন (৪৫) গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষনা করেন। আহত আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০)কে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাদুল্লাপুর
সাদুল্লাপুরে জুয়ার আসরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে জুয়াড়ি ও তাদের সহযোগীদের হামলা শিকার হন সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন। এ সময় তার নিকটে থাকা স্মার্ট ফোন ছিনিয়ে নেয় জুয়াড়ি চক্র।
উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের ধারাই চতরা বিলের পুজামন্ডবের মাঠের মেলায় ছয়গুটির ডাবু চলাকালীন সময় সংবাদ সংগ্রহ করতে গেলে জুয়াড়িরা সংঘবদ্ধ ভাবে এ ঘটনা ঘটায়।
নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইলে ১১ বছর বয়সের এক শিশুতেকে পাট ক্ষেতে নিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে গোলাম হোসেন নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। শিশুটির জবানবন্দী ও মেডিকেল পরীক্ষার জন্য বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে থানা পুলিশ।
ফেনী
ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতর গ্রামে মাদকাসক্ত ছেলের কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুশয্যায় রয়েছেন এক মা। মামুন তার মা লায়লা বেগমকে কৌশলে রুটি বানানোর কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর দরজা বন্ধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে সাতটি কোপ দেয়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
নাসির তালুকদার নামে এক স্থানীয় বাসিন্দা জানান, মামুন তার মাকে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে নির্মমভাবে কুপিয়ে আহত করে। এর আগেও সে মাকে মারধর করেছিল।
কুষ্টিয়া
কুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশু সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামে এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী। স্ত্রী-সন্তানদের ওপর নৃসংশ হামলার পর গৃহকর্তা নিজেও গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। মামুন পেশায় একজন রংমিস্ত্রী।
কালিগঞ্জ
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামে পিতার কাছ থেকে মোবাইল কেনার টাকা এনে দিতে না পারায় স্বামীর মারপিটে প্রাণ গেল আয়েশা খাতুন (২০) নামে এক গৃহবধূর মর্মান্তিক এ ঘটনা ঘটেছে গত শুক্রবার (১৬ মে) রাত ২টার দিকে । নিহত গৃহ বধূ শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হাজিপুর গ্রামের আক্তার মল্লিকের মেয়ে ও কালিগঞ্জ উপজেলারর আড়ংগাছা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী হাফিজুর রহমান (২৫) ও তার সহোদর হাবিবুর রহমানকে (৩২) আটক করেছে। নিহতের মা আমেনা খাতুন (৩৯) জানান, প্রায় ৩ বছর পূর্বে আড়ংগাছা গ্রামের মহব্বত আলীর ছেলে হাফিজুর রহমানের সাথে তার মেয়ে আয়েশা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে আজমির হোসেন নামে (১৪ ) মাস বয়সের একটি ছেলে রয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও ভাসুরকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের ১ সপ্তাহ না যেতেই স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করলো জান্নাত আক্তার (২৩) নামের এক নববধূ। গতরাতে উপজেলার পৌরশহরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম মো. হাসান মিয়া (২৮) মিয়া। সে আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ার আলফু মিয়ার ছেলে। নিহত হাসান স্থানীয় সানি ফার্মেসীতে চাকুির করতেন।
স্থানীয়রা জানায়, জান্নাত আক্তার তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে খুন করেছে। পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয় উভয়ের মাঝে। এতে জান্নাত ক্ষিপ্ত হয় তার স্বামীর প্রতি এবং তাকে হত্যা করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, তাদের দূজনের এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে। পারিবারিক কলহের জেরে স্ত্রী জান্নাত আক্তার তার স্বামী হাসান মিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে জান্নাত আক্তার স্বীকার করেছে।