রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে নাস্তিক নাহিয়ান অপুর গ্রেপ্তার ও বিতর্কিত নারী কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম রামগতি উপজেলা শাখা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদর আলেকজান্ডার বাজারে বিক্ষোভ শেষে রহমানিয়া জামে মসজিদ চত্বরে সমাবেশে মিলিত হয়। হেফাজতে ইসলাম উপজেলা শাখার সহসভাপতি মাওলানা দিদার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আতাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইফতেখার আহমদ, বক্তারা অনতিবিলম্বে বিতর্কিত নারী কমিশন বাতিলের দাবি জানান, তারা আরো বলেন ভারতে ওয়াকাফ আইন সংশোধনের মসজিদ মাদ্রাসা ও ধাতব্য প্রতিষ্ঠান দখল ভাংচুরসহ মুসলিম নিধন বন্ধ করতে হবে। ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে নাহিয়ান অপু নামে নব্য নাস্তিককে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আরো বড় কর্মসূচী দেওয়া হবে বলে জানান তারা। বুধবার নাহিয়ান অপু তার ফেইসবুক পেইজে মুসলমানদে পোশাক হচ্ছে জঙ্গী পোশাক। তার এসব বক্তব্য ইসলাম বিদ্বেষী।
গ্রাম-গঞ্জ-শহর
নাহিয়ান অপুর গ্রেপ্তার দাবিতে হেফাজতের বিক্ষোভ
লক্ষ্মীপুরের রামগতিতে নাস্তিক নাহিয়ান অপুর গ্রেপ্তার ও বিতর্কিত নারী কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।