বটিয়াঘাটা সংবাদদাতা : বুধবার বেলা বারোটার সময় উপজেলা পরিষদ হল রুমে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিকবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে। সাবমারসিবল দেওয়ার পরকীয়া লটারির মাধ্যমে শুরু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নি ও জনস্বাস্থ্য কর্মকর্তা রুনা আক্তার সুমি, অনুষ্ঠান পরিচালনা করেন। সমগ্র বাংলাদেশে নিরাপদ পানির সরবরাহ করার লক্ষ্যে খুলনার বটিয়াঘাটার সাতটি ইউনিয়নে মোট ৮৪টি সাবমারসিবল গভীর নলকূপ যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও ব্যক্তি কেন্দ্রিক নির্ধারণ করা হয়। ১ নং জলমায় ইউনিয়নে প্রতিষ্ঠানিক৭টি ব্যক্তি কেন্দ্রিক ৫টি।২নংবটিয়াঘাটা ইউনিয়নে প্রতিষ্ঠান কেন্দ্রিক ৮টি ব্যক্তিগত ৪ টি। ৩নং ইউনিয়নে প্রতিষ্ঠানে সাতটি ব্যক্তিগত ৫টি। ৪ নং সুরখালী ইউনিয়নে প্রতিষ্ঠানে ৯ টি ব্যক্তিগত ৩টি। ৫ নং ভান্ডারকোট ইউনিয়নে প্রতিষ্ঠানে ৪টি ব্যক্তিগত ৩ টি।৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নে প্রতিষ্ঠানে ১টি ব্যক্তিগত ১১টি। ৭ নং আমিরপুর ইউনিয়নে প্রতিষ্ঠানে ৮টি ব্যক্তিগত ১টি। প্রতিটি টিউবওয়েলের জন্য ১০ হাজার ১০০ টাকা পি অর্ডারের মাধ্যমে ব্যাংক জমা দেওয়ার পর আগামী ২০ দিনের ভিতরে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হবে। বর্তমানে পানির লেয়ার নিচের নেমে যাওয়াই সুপেয় পানির অভাব দূর করার জন্য সরকারের এই পদক্ষেপ অনেকটা মানুষের কষ্ট লাঘব হবে।
গ্রাম-গঞ্জ-শহর
গভীর নলকূপ বিতরণ প্রক্রিয়া নির্ধারণ
বুধবার বেলা বারোটার সময় উপজেলা পরিষদ হল রুমে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিকবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে।