শান্তিগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধির শান্তিপুর গ্রামে ৬টি বসতঘর হঠাৎ করেই ধসে পড়ছে। গত বুধবার থেকে ভাঙন শুরু হয়ে এখন একে একে দালান কোটা, টিউবওয়েল, ল্যাট্রিন, রান্নাঘর ভেঙে পড়ছে। এতে চরম বিপাকে পড়েছেন এই ৬টি পরিবারের লোক।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়সিদ্ধি শান্তিপুর গ্রামের তরমুজ আলী, খওয়াজ আলী, হরমুজ আলী, আব্দুল নুর, আব্দুল কাহার ও মালিকসহ তাদের বসতঘরের পিছনে গাইডওয়াল থাকলেও মাঝ থেকে ভাঙন দেখা দিয়ে দালান কোটা ধসে পড়ছে। অবশিষ্ট যে ঘর রয়েছে সেগুলাও ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে বসতঘর ধসে পড়ার খবরে উক্ত এলাকা পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন সহ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, ঘর নির্মাণে কোন ইঞ্জিয়ারিং প্ল্যানিং করা হয়নি। এজন্য মাটিতে ধস নামায় বসতঘর ধসে পড়ছে।

যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা সহমর্মিতা জানাই। তারা আমাকে পানির অসুবিধার কথা জানিয়েছেন।