ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবিতে বৃহস্পতিবার (১৫ মে) চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন অবরোধ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার ব্যানারে জেলার সর্বস্তরের মানুষ। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল জেলাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়ে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। এতে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করলে প্রায় ৪০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এসময় নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ বাসীর এই দাবি যৌক্তিক এবং ন্যায্য। অতীতে রাজনৈতিক বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জবাসী বৈষম্য ও অবহেলিত হয়েছে। যেখানে রাজশাহী পর্যন্ত চারটি আন্তঃনগর ট্রেন আসতে পারে, সেখানে ঐ ট্রেনগুলোই কেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আসতে পারবে না?- কার স্বার্থে চাঁপাইনবাবগঞ্জ বাসীকে দীর্ঘদিন থেকে দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রশ্ন রেখে তিনি বলেন, এই দূর্ভোগ নিরসনে রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী মানুষের প্রত্যাশা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ বরাবরের মতোই চরম অবহেলিত ও বৈষম্যের শিকার। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। অনতিবিলম্বে বৈষম্যের শিকল ভেঙ্গে চাঁপাইনবাবগঞ্জ বাসীর যৌক্তিক ও ন্যায্য এই দাবি পূরণ করে ঢাকা থেকে রাজশাহীগামী ৪টি আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করতে তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
পরে মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অবরোধকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. দেলওয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ জেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, আন্দোলনকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।