বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা : ঐতিহাসিক ১১ মে কুরআন দিবস উপলক্ষে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বেলকুচি উপজেলা সাথী শাখার উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ছাত্রদের মাঝে কুরআন বিতরণ করা হয়েছে।

বেলকুচি সরকারী ডিগ্রি কলেজ অডিটরিয়ামে আয়োজিত, কুরআন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু। উপজেলা শিবির সেক্রেটারি আরিয়ান ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শিবির সেক্রেটারি আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। আলোচনা সভায় অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রশিদ শামীম, শিবির নেতা এরশাদ আলী, কাওসার আহমদ ও হাফেজ আহমদ আলী প্রমুখ।

সাতক্ষীরা : ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে আলোচনা সভা ও কুরআন বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ মে ) সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ অবস্থিত আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে সন্ধা ৭টায় ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় এ আলোচনা সভা ও অর্থসহ কুরআন বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক মোঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি, বর্তমান সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মাওঃ রুহুল আমিন।

প্রধান অতিথি আব্দুর রহিম বলেন, প্রতিবছর ১১ মে কুরআন দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ১৯৮৫ সালের ১১ মে কুরআনের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য চাঁপাইনবাবগঞ্জে ঈদগাহ ময়দানে আয়োজিত সমাবেশে সংঘটিত হয় এক পৈশাচিক, নারকীয় হত্যাকা-।

চকরিয়া : পেকুয়ায় ঐতিহাসিক ১১ মে কুরআন দিবস-২০২৫ নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। রোববার (১১ মে) পেকুয়া উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ দিদারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মো. আবদুল মজিদ। এসময় পেকুয়া উপজেলা ও ইউনিয়ন ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে অর্থসহ পবিত্র কুরআন শরীফ তুলে দেন অতিথিবৃন্দ।