বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: বাউফলে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে চলছে মহিলাদের দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কোর্স। নেই কোন বিদ্যুৎ সংযোগ প্রশিক্ষণের জন্য নেই কোন সেলাই মেশিন ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার গ্রামীণ দরিদ্র মহিলাদের স্বনির্ভর ও আত্মকর্মসংস্থানের জন্য মহিলা অধিদপ্তরের অধীনে ৩ মাস মেয়াদি মহিলাদের দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রতি ব্যাচে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করতে পারে। কোর্স শেষে সেলাই মেশিন ও সরঞ্জাম ক্রয়ের জন্য সরকার কর্তৃক ৬ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। বাউফলে চরম অব্যবস্থাপনার মধ্যে চলছে এ প্রশিক্ষণ কার্যক্রম। নেই অভিজ্ঞ কোন প্রশিক্ষক। মোসা: খাদিজা বেগম ও মোসা: নাজমা বেগম নামে দুইজন প্রশিক্ষক থাকলেও খাজিদা বেগম প্রায়ই সময়ই আসুস্থ থাকেন। বর্তমানে এলজিইডির পুরাতন ভবনে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও সেখানে নেই কোন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা। প্রচন্ড গরমে প্রশিক্ষণার্থীরা হাপসে উঠে। সেলাই প্রশিক্ষণ কোর্সে নেই কোন সেলাই মেশিন। সরকারের এ পদক্ষেপ যেন শুধু নিয়ম রক্ষার জন্যই। একজন প্রশিক্ষণার্থী নুপুর আক্তার জানান তিন মাসের দের মাস শেষ হয়ে গেছে কিন্তু আমাদের রুমে ফ্যানের কোন ব্যবস্থা নেই। প্রচন্ড গরমে আমরা থাকতে পারছি না। তাছাড়া এখন পর্যন্ত কোন সেলাই মেশিন দেয়া হয়নি এভাবে একটি প্রশিক্ষণ চলতে পারে না। আরেকজন প্রশিক্ষণার্থী নাসরিন জানান আমাদের অনেকেও দূর দূরন্ত থেকে প্রায় ১০০টাকা ভাড়া দিয়েও প্রশিক্ষণ নেয়ার জন্য আসে কিন্তু প্রচন্ড গরমে হলরুমে অবস্থান করা যাচ্ছেনা সেলাই মেশিন ছাড়া কিভাবে একটি প্রশিক্ষণ চলতে পারে। এর আগের কোর্সের একজন প্রশিক্ষণার্থী আফসানা কাকলী জানান উপজেলার পিছনে একটি পরিত্যক্ত ভবনে আমাদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে তিন মাসে কোন সেলাই মেশিন ছাড়াই আমাদের কোর্স শেষ হয়েছে। এখানে কোন অভিজ্ঞ প্রশিক্ষকের ব্যবস্থা নেই। ১ জন প্রশিক্ষক থাকলেও বেশিরভাগ সময় তিনি অসুস্থ থাকেন। সরকারের এ কার্যক্রম যেন শুধুই নিয়ম রক্ষার জন্য।

মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার জানান প্রশিক্ষণের জন্য কোন রুম না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নতুন ভবনের পিছনে পুরাতন পরিত্যক্ত ভবনে প্রশিক্ষন দিতে হয়েছে। আমাদের কোন কেয়ারটেকার না থাকায় তালা ভেঙ্গে সেখান থেকে ৫টি মেশিন ও ৩টি ফ্যান চুরি হয়ে যায়। তাই আমরা সেলাই মেশিনের ব্যবস্থা করতে পারিনি।

উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এ বিষয়ে বরাদ্দের জন্য প্রস্তাব পাঠিয়েছি। গত সপ্তাহ অএলজিইডির পুরাতন ভবনের দোতলায় স্থনান্তরিত করা হয়েছে। সেখানে নতুন মিটার বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার প্রয়োজন হয়ে পড়ায় আমরা দ্রুতই বিদ্যুৎ বিভাগের সাথে আলোচনা করে বিদ্যুৎ সংযোগ দিয়ে সেলাই মেশিনও সরবরাহ করব।

এলাকাবাসী মনে করেন একটি প্রশিক্ষণের জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজনীয় সারঞ্জাম না থাকলে সরকারে আত্মকর্মসংস্থানের এ পদক্ষেপ কোনই কাজে আসবে না। প্রয়োজনীয় পদক্ষেপ প্রহন করার জন্য তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।