স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন করা, ইবতেদায়ি মাদরাসার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং মাদরসা শিক্ষার ঘাঁড়ে বসে থাকা আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তাদের বহিষ্কার করার দাবি জানিয়েছেন-স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ও সকল শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ প্লাটফর্ম স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক জাতীয় সমন্বয় কমিটি।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাংবদিক সম্মেলনে এই দাবি জানায়। সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন কমিটির সমন্বয়ক ডক্টর আবদুছ ছবুর মাতুব্বর। নেতৃবন্দের উপস্থিত ছিলেন-মাওলানা নজরুল ইসলাম মাহবুব, মাওলানা মুহাম্মদ গোলাম আযম, মাওলানা জাকির হোসাইন, মুহাম্মদ আলতাফ হোসেন, মুহাম্মাদ সাইদুর রহমান, মাওলানা আহমাদ আলী, মাওলানা আনিসুল হক, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ রাকিবুল ইসলাম, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ আবদুর রহীম, মুহাম্মদ আনোয়ার হোসাইন, মুহাম্মদ আবদুর রউফ, ডাঃ সিরাজুল ইসলাম (পাটোয়ারী), মোঃ বিল্লাল হোসেন, মাওলানা শুকুর মাহমুদ, মোহাম্মদ নুরুন্নবী, মাহমুদুল হক, মুহাম্মদ আলতাফ হোসাইন প্রমুখ।
কমিটির সমন্বয়ক ডক্টর আবদুছ ছবুর মাতুব্বর বলেন, মাদরাসার জন্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত না করেন তাহলে “হয় জীবন না হয় মরণ” কর্মসূচি নিয়ে লাগাতর মহা-অবস্থানের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। সাংবাদিক সম্মেলনে শিক্ষিকনেতারা বলেন, আমরা বঞ্চিত, আবহেলিত ও নিগৃহীত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক সমাজ। দীর্ঘদিন ধরে (১৯৮৫ সাল থেকে) আমরা আমাদের বেঁচে থাকার অধিকারের জন্য আন্দোলন করে আসছি। কিন্তু কোনো সরকারই আমাদের অধিকার পূরণ করে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার শহীদের রক্তে স্নাত বর্তমান উপদেষ্টা সরকার ইতোমত্যে বৈষম্যের শিকার বিভিন্ন পেশার জনমানুষের আস্থা অর্জন করেছেন। তাই আজ আমরা বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক সমাজ আপনাদের মাধ্যমে আমাদের প্রতি যে সকল বৈষম্য রয়েছে তুলে ধরছি।
তারা আরও বলেন, সারা দেশে প্রায় ২০ হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা আছে , শিক্ষক আছি ১ লক্ষ, শিক্ষার্থী আছি ১ কোটির উপরে। আমাদের ছোট্ট শোনা-মনিদের কুরআন শেখানোর ‘হাতে খড়ি ঘর’ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরসাকে প্রাণ ও জীবন দিয়ে ভালোবাসেন এরকম অভিভাবক ও শুভাকাক্সক্ষী সংখ্যা রয়েছেন কোটি কোটি। ২০২৫-২০২৬ সালের বাজেটে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরসা শিক্ষকদের বেতন-ভাতা, প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের উপবৃত্তি ও ফিডিং-এর জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করণের দাবীতে আমরা নিম্মোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়। উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫-২০২৬ সালের বাজেট উত্থাপনের পূর্বেই ঢাকা প্রেসক্লাবের সামনে মহা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে মহা-অবস্থান ধর্মঘটে বসার পূর্বেই বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন আদায়ে মত-বিনিময় সভা করা হবে প্রধান উপদেষ্টা সাথে সভ্য করা হবে।